Wellcome to National Portal
Main Comtent Skiped

Achivement

সাম্প্রতিক অর্জন

সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহ:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া, কক্সবাজার জেলার চট্টগ্রাম বিভাগে অবস্থিত। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। এ উপজেলার উত্তরে রামু উপজেলা, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ও মায়ানমারের রাখাইন প্রদেশ, দক্ষিণে টেকনাফ উপজেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী উখিয়া উপজেলার জনসংখ্যা ২,৫৩,৯২২ জন। এর মধ্যে পুরুষ- ১,২৯,৫০০ জন, মহিলা- ১,২৪,৪২২ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৯%। মোট জনসংখ্যার ৮৮.১% মুসলিম, ২.৩% হিন্দু, ৭.৬% বৌদ্ধ এবং ২% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। ১৫ ওয়ার্ড বিশিষ্ট ০৫ টি ইউনিয়ন, ৫৪টি টি গ্রাম নিয়ে গঠিত। স্বাস্থ্য সেবা অবকাঠামো হিসেবে ৩১ শয্যা হাসপাতাল, ৫০ শয্যা প্রশাসনিক অনুমোদন, ৩১ শয্যার পথ্য ও লিলেন সামগ্রী সরবরাহ, বলপূর্বক বাস্তচ্যূত মায়ানমার নাগরিক আশ্রয়গ্রহণ করার পর নতুন ০২ টি শেডে ৫০ বেড হাসপাতাল করা হয়েছে, নিমানিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র অর্থায়নে নাসা গ্রুপ - ৫০ শয্যা হাসপাতাল ,০৪ টি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ০৩ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং ১৮ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে । জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত ০৩ বৎসরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । অন্তঃবিভাগে নবজাতক রোগীদের জন্য ১০ শয্যা বিশিষ্ট Neonatal Stablization Unit-NSU মারাত্মক অপুষ্টিজনিত শিশুদের জন্য ০২ শয্যা বিশিষ্ট স্যাম কর্ণার স্থাপন করা হয়েছে। বহিঃ বিভাগে NCD Corner, Flu Corner, IMCI Corner, ANC Corner, PMTCT, Brest feeding Corner, Adolecent Corner, সহ সকল বিভাগে বিনামূল্যে ঔষধের নিরিবিচ্ছিন্ন সরবরাহ ও সেবা নিশ্চিত করার মাধ্যমে বহিঃ বিভাগে রোগীর সেবা গতিশীল করা হয়েছে। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবে Waste Management Zone চালু করা হয়েছে । ম্যালেরিয়া, যক্ষ্মা এবং এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে । গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে প্রায় ১৮ টি কমিউনিটি ক্লিনিক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মানসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ প্রদান, বিনামূল্যে ঔষধ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত ৩ বৎসরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার, এআরটি কর্ণার নিয়মিত স্বাভাবিক সিজারিয়ান অপারেশন ও রক্ত পরিসঞ্চালন চালুর মাধ্যমে মাতৃমৃত্যু হার কমানো হচ্ছে। ইপিআই কর্মসূচি গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে E-Tracker কার্যক্রম শুরু। নিয়মিত ইপিআই কভারেজ এ এমআর-২ টিকার কাভারেজ ১০২.৭% এ উন্নীত। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নিয়মিত পদায়ন ও হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় কন্সালটেন্ট, ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী নিয়োগ এর ফলে উপজেলার স্বাস্থ্য সেবা গতি বৃদ্ধি পেয়েছে। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীদের হাসপাতালে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকল্পে নিয়মিত বাধ্যতামুলক বায়োমেট্রিক হাজিরা মনিটরিং জেলায় প্রায়ই শীর্ষস্থান। উপজেলায় ১৮ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকরভাবে চালু আছে, যার মধ্যে ১০টি পূনঃ নির্মান কাজ শেষ হয়েছে।


করোনা টিকার কভারেজ ১ম ডোজে ৮১%, ২য় ডোজে ৭৬% এবং ৩য় ডোজে ৪১%, ৪র্থ ডোজ ৭% এর উপরে উন্নীত হয়েছে। বেসরকারি ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার সমূহ মনিটরিং জোরদার করা হচ্ছে। বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয়ে অত্র কার্যালয়ের নেতৃত্বে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত সভা আয়োজন করা হচ্ছে। মায়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্যাকসিন প্রতিরোধী রোগসমূহ প্রতিরোধকল্পে রুটিন EPI সহ কয়েক পর্যায়ে এমআর, পেন্টা, পিসিভি, ওসিভি, টিডি এবং ভিটামিন এ+ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন সহযোগী সংস্থার ভূমিকা উল্লেখযোগ্য।


করোনা মহামারীর শুরু থেকেই উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে। উপজেলার সর্ব সাধারণ জনগন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলেন্ডারের মাধ্যমে সেন্ট্রাল লাইন অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে ৮০-৯০ জন রোগী চিকিৎসা গ্রহণ করে যার মধ্যে শতভাগ রোগী সুস্থ হয়ে চলে যায়। এছাড়াও সন্দেহ জনক রোগীর নমুনা সংগ্রহ করণ, হোম আইসোলেশন নিশ্চিত করণ ও চিকিৎসা উপকরণ বিতরণ সহ করোনা পরিস্থিতিতে নিরলস ভাবে কাজ করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মী।

Event Calendar